আরও এক দফা কমলো ডলারের দাম

Passenger Voice    |    ১১:৪৭ এএম, ২০২৩-১২-১৪


আরও এক দফা কমলো ডলারের দাম

ফের ডলারের দাম ২৫ পয়সা কমানোর সিদ্ধান্ত নিয়েছে অ্যাসোসিয়েশন অব ব্যাংকার্স বাংলাদেশ লিমিটেড (এবিবি) এবং বাংলাদেশ ফরেন এক্সচেঞ্জ ডিলার্স অ্যাসোসিয়েশন (বাফেদা)।

বাংলাদেশ ব্যাংকের পরামর্শে বুধবার (১৩ ডিসেম্বর) রাতে সংগঠন দুটি এক বৈঠকে এই সিদ্ধান্ত নিয়েছে বলে এবিবি ও বাফেদা সূত্রে জানা গেছে।

এবিবি ও বাফেদার নতুন দাম অনুযায়ী, রেমিট্যান্স ও রপ্তানি আয় কিনতে ডলারের দাম হবে সর্বোচ্চ ১০৯ টাকা ৫০ পয়সা। যা আগে ছিল  ১০৯ টাকা ৭৫ পয়সা। আর আমদানি দায় মেটাতে ডলারের দাম নেওয়া যাবে ১১০ টাকা। আগে আমদানি দায় মেটাতে ডলারের দাম ছিল ১১০ টাকা ২৫ পয়সা। এর আগে গত ২২ নভেম্বর ৫০ পয়সা এবং ২৯ নভেম্বর ২৫ পয়সা করে দুই বার ডলারের দাম কমানো হয়েছে। এবার তৃতীয়বারের মতো ডলারের দাম কমানো হলো। 

ডলার যখন সংকট দেখা দিয়েছিল তখন পরিস্থিতি মোকাবিলা করতে  ২০২২ সালের সেপ্টেম্বর থেকে  এবিবি ও বাফেদা দর নির্ধারণের দায়িত্বে আসে। বাংলাদেশ ব্যাংকের পরামর্শক্রমে সংগঠন দুটি ডলারের দাম নির্ধারণ করে। সংগঠন দুটি দায়িত্ব নেওয়ার পর ডলারের দাম ধারাবাহিকভাবে বাড়ালেও গত ২২ নভেম্বর প্রথম বারের মতো দাম কমিয়েছে। আর এবার তৃতীয় বারের মতো ডলারের দাম কমানো হলো।

প্যা/ভ/ম